হাট গোবিন্দপুর গ্রামে কুমার নদীর পারে গড়ে উঠেছে ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ এখানে রয়েছে সরকারি হাসপাতাল, প্রাথমিক স্কুল, উচ্চ-বিদ্যালয়, এতিম খানা ।
ক) নাম – ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৫৬.৬৬(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৭৬৬৭ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২৮ টি।
চ) হাট/বাজার সংখ্যা -০৭ টি।
ছ) হস্তচালিত নলকুপ-৩৫৮০ টি।
জ) শিক্ষার হার – ৩৭.৯৮%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১ টি,
উচ্চ বিদ্যালয়- ০৪ টি,
মাদ্রাসা- ০২ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব এ.কে. এম বাদশা মিয়া
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ খ্রি.।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৬/০৪/২০২৩ইং
২) প্রথম সভার তারিখ – ২৮/০৪/২০২৩ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৪/২০২৮ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
গোবিন্দপুর,চরকৃষ্ণনগর,মহারাজপুর, পশ্চিমগঙ্গাবর্দী,শ্যাসুন্দপুর,পারচর,ইউসুবপুর, কাচারদিয়া,বাহাদুরপুর,বাটিকামারি,ভেলাবাজ,উজান মল্লিক পুর, মল্লিক পুর,
, বারভাগিয়া , বড়মাধবপুর,, ভবানিপুর, ভাবুকদিয়া, , ভূয়ারকান্দি, বিশনদিয়া, চাপাইবিল, , চিলারকান্দি, , , কৃষ্ণনগর, ক্ষলীকোল, নরসিংহদিয়া, নারায়নপুর, বাজারকান্দী, পরমানন্দপুর, , রহিমপুর, সদরদী, , ,
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস